জীবন বীমা পেশার সুবিধা নিয়ে মেটলাইফের ফেসবুক লাইভ অনুষ্ঠান
ডেস্ক রিপোর্ট: জীবন বীমা পেশার সুযোগ সুবিধা নিয়ে ফেসবুকে লাইভ আলোচনা অনুষ্ঠান করেছে মেটলাইফ বাংলাদেশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় 'সাফল্যের সূত্র: Be A MetLifer’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মেটলাইফ বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মাঠকর্মীরা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশার সুযোগ সুবিধাসমূহ তাদের অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা মেটলাইফ বাংলাদেশের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার অনন্য সুবিধাসমূহ সম্পর্কে জানতে পেরেছেন। ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের জন্য মেটলাইফ, ক্যরিয়ারে প্রবৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ, ডিজিটাল টুলসমূহের ব্যাবহার, পেনশন এবং বীমা কভারেজের মতো অনন্য সুযোগ সুবিধাসমূহ প্রদান করে।
বীমা শিল্পে গ্রাহকদের সাথে প্রথম যোগাযোগকারী হিসেবে ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যার মধ্যে রয়েছে: সম্ভাব্য গ্রাহক যাদের আর্থিক সুরক্ষা প্রয়োজন তাদের কাছে পৌঁছানো, গ্রাহকদের চাহিদা অনুযায়ী সঠিক পণ্য নির্বাচনে সহায়তা করা, গ্রাহকদেরকে পণ্যটি বুঝতে সহায়তা করা, তাদেরকে বীমা কভারেজের আওতায় নিয়ে আসা এবং মেটলাইফের গ্রাহক হওয়ার পর তাদের বিভিন্ন জিজ্ঞাসা ও প্রয়োজন পূরণে সহযোগিতা করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে প্রার্থীদেরকে তাদের বাড়িতে থেকেই আবেদন করার সুযোগ করে দেয়ার জন্য মেটলাইফ বাংলাদেশ তাদের ডিজিটাল নিয়োগ প্রক্রিয়াটি আরো উন্নত করেছে। আগ্রহীরা https://bit.ly/30PsV0i এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবেন। মেটলাইফের অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বীমা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন কিংবা অভিজ্ঞতা বিহীন, উভয়ই ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন।
এ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, দেশের অর্থনীতিক প্রবৃদ্ধি এবং মেধাবী কর্মীদের উন্নয়নে মেটলাইফ বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) জীবন বিমা খাতের অবদান মাত্র ০.৫ শতাংশ; যার অর্থ দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী জীবন বীমা সেবার আওতাভুক্ত নন। দক্ষ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট গড়ে তোলার জন্য আমাদের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে, বাংলাদেশে আরো বেশি মানুষকে আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষা দেয়াই আমাদের লক্ষ্য।
মেটলাইফ বাংলাদেশের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মো. জাফর সাদেক চৌধুরী বলেন, গ্রাহকদের প্রয়োজন ও জীবনধারা অনুযায়ী সঠিক পণ্য সম্পর্কে জানতে তাদেরকে সহযোগীতা করার লক্ষ্যে আমরা ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের সংখ্যা বৃদ্ধি এবং সুযোগ সৃষ্টির ব্যাপারে নজর দিচ্ছি। যারা তাদের ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদেরকে মেটলাইফ দিতে পারে সম্ভাবনা বিকাশের শক্তিশালী, নির্ভরযোগ্য ও সুপ্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম।
মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্টেন্ট ম্যানেজার (কমিউনিকেশন্স) ফারিয়া মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন কোম্পানিটির ব্রাঞ্চ ম্যানেজার মো. চঞ্চল মাহমুদ, ইউনিট ম্যানেজার মো. বিল্লাল হোসেন, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নুরুন্নাহার এবং গ্রাহক সালাহউদ্দিন রাসেল।