কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন ও মতবিনিয়ম সভা
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কুমিল্লা বিভাগীয় অফিসে ব্যবসা উন্নয়ন ও মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
জেনিথ ইসলামী লাইফের ডিএমডি ও কুমিল্লা বিভাগীয় অফিসের ইনচার্জ মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিন, পিডি (উন্নয়ন) মো. আমিনুল হক ভূঁইয়া, পিডি (উন্নয়ন) মো. এমদাদ উল্লাহ, পিডি (উন্নয়ন) মো. ছিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।