আইসিএসবি অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: সপ্তম আইসিএসবি ন্যাশনাল করপোরেট গর্ভন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ এ নন-লাইফ বীমা ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার হস্তান্তর করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

নিটল ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে সনদ ও পদক গ্রহণ করেন। করপোরেট সুশাসনের জন্য পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৩৫টি কোম্পানিকে ১৩টি ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ‌্য ও ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, আইসিএসবি’র সভাপতি মোজাফফর আহমেদ এফসিএমএ এফসিএস, সিজি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস ও কোম্পানিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব মো. শাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।