এমজি বাজারের সাথে জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমা চুক্তি
নিজস্ব প্রতিবেদক: এমজি বাজারের সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ বৃহস্পতিবার বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে এমজি বাজার হতে নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করলে জেনিথ লাইফের মাধ্যমে গ্রাহক শ্রেণী অনুযায়ী ৫০ হাজার হতে ১ লাখ টাকা পর্যন্ত ফ্রি জীবন বীমা সুবিধা প্রদান করবে এমজি বাজার কর্তৃপক্ষ।
চুক্তিতে জেনিথ ইসলামী লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং এমজি বাজারের পক্ষে প্রোপাইটর মো. মুকুল গাজী স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটিএ তথ্য জানিয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান, পার্টনার, এমজি ট্রেড ইন্টারন্যাশনাল, মুকুল সরকার, উপদেষ্টা, এমজি ট্রেড ইন্টারন্যাশনাল এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মো. হাসান খান রিপন ও ডিজিএম মো. আনোয়ার হোসেন সরকার।