জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোল্ডেন লাইফে আলোচনা সভা ও দোয়া

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার (১২ আগস্ট) বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন গোল্ডেন লাইফের উপদেষ্টা এম তৌহিদুল আলম। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)