উইংস গ্রুপ ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

নিজস্ব প্রতিবেদক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং উইংস গ্রুপ সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে উইংস গ্রুপের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ জীবন বীমা ও চিকিৎসা কাভারেজের আওতায় থাকবেন।

গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত সিইও শেখ রাকিবুল করিম এবং উইংস গ্রুপ এর হেড অফ এইচ আর মাহমুদ হাসান নিজ নিজ কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান লাইফ।  

হেড অফ গ্রুপ ইন্সুরেন্স (ইভিপি) মাহমুদ আফসার ইবনে হোসাইন, হেড অফ ক্লেইমস (এসভিপি) ডা. সোহান আহমেদ, হেড অফ সিআরএম (এভিপি) ইফতেখার আহমেদ, এভিপি-কর্পোরেট সেলস মো. আবু হানিফ, অফিসার-কর্পোরেট সেলস আমিনুল ইসলাম, অফিসার-সিআরএম মো. আরিফ হোসাইন এবং উইংস গ্রুপ এর পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার, এইচ আর ফসিউল আলম এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।