বিআইপিএস’র নির্বাহী কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনাল সোসাইটি (বিআইপিএস)’র নির্বাহী কমিটির চতুর্থ সভা আজ রোববার রাজধানীর দিলকুশা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের অগ্রগতি এবং বীমা খাতের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক একেএম এহসানুল হক, এফসিআইআই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআইপিএস’র প্রথম ভাইস প্রেসিডেন্ট আখতার আহমেদ, এসিআইআই অনলাইন মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অনলাইনে অংশ নেন- সংগঠনের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট কাজী মো. মোরতুজা আলী, এসিআইআই; নির্বাহী কমিটির সদস্য এসএম ইব্রাহীম হোসেন, এসিআইআই এবং মো. আপেল মাহমুদ, এসিআইআই।

বৈঠকে স্ব-শরীরে অংশ নেন- সংগঠনের সাধারণ সম্পাদক একেএম এহসানুল হক, এফসিআইআই; যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হাসান, এসিআইআই; সাংগঠনিক সম্পাদক মো. ইনামুল হক, এমএএস, এবিআইএ; কোষাধ্যক্ষ ইয়াসিন আলী খান, এসিআইআই; নির্বাহী কমিটির সদস্য বিবেকানন্দ সাহা, এসিআইআই এবং আব্দুল্লাহ আল মামুন, এসিআইআই।