বীমা নির্বাহীদের সংগঠন এআইই’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বীমা নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস (এআইই) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বোর্ড রুমে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিচালক (বিপনন) রোটারিয়ান মো. হাফিজ উল্লাহ’র সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ও সংগঠনটির মহাসচিব মো. ইমাম শাহীন, সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ও সংগঠনের নির্বাহী সদস্য এম এ খালেক, প্রাইম ইন্স্যুরেন্সের প্রাক্তন মুখ্য নির্বাহী মো. এজাহার হোসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদসহ প্রমুখ।
সভায় করোনায় মৃত্যুবরণকারী সংগঠনের আজীবন সদস্য প্রাক্তন চেয়ারম্যান সামসুল আলম, কর্ণফুলী ইন্স্যুরেন্সের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের আজীবন সদস্য আলীউজ্জামান খান, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক পেট্রন সদস্য লায়ন মাহমুদুন নবীসহ বিগত বছরে বীমা সংশ্লিষ্ট যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের আজীবন সদস্য ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন।
সংগঠনের ট্রেজারার ড. বিশ্বজিৎ কুমার মন্ডল ২০২০ সালের আর্থিক বিবরণী সাধারণ সভায় উপস্থাপন করেন এবং সদস্যদের খুঁটিনাটি প্রশ্নের জবাব দেন। আলোচনা শেষে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক বিবরণী সভায় গৃহীত ও অনুমোদিত হয়।
সভা শেষে সংগঠনটির আজীবন ও পেট্রন সদস্য এবং সোশ্যাল এন্ড কালচারাল সেক্রেটারি ফেরদৌস আরা চৌধুরী নিম্মির জন্মদিন পালন করা হয়।