মাগুরায় জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) মাগুরার সার্ভিস সেন্টারে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।
জেনিথ ইসলামী লাইফের সংগঠন ৫এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্ত্বে আরও উপস্থিত ছিলেন উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় বীমা কর্মকর্তা ও বীমা গ্রাহকেরা।