নেকমরদে জেনিথ লাইফের পুরস্কার বিতরনী ও উন্নয়ন সভা
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার নেকমরদ শাখায় জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাণীসংকৈল উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়ন পরিষদ কার্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।
নেকমরদ শাখা ইনচার্জ ও ডিজিএম (উন্নয়ন) মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের সিনিয়র জিএম (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম, জিএম (উন্নয়ন) প্রধান কার্যালয়ের উন্নয়ন মো. হাবিবুর রহমান, প্রশাসন বিভাগ প্রধান ভিপি মো. নিজাম উদ্দিন, এজিএম (উন্নয়ন) মো. আলতাফুর রহমান, ২ নং নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন। এছাড়াও মাঠ পর্যায়ের দেড়শতাধিক কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান কর্মীদেরকে নতুন বছরের কর্ম পরিকল্পনা প্রদান করেন এবং নবায়ন প্রিমিয়াম বৃদ্ধির তাগিদ দেন।বক্তব্য শেষে প্রধান অতিথি লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মী ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করেন।