জেনিথ ইসলামী লাইফের দাগনভূঞা সেলস অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফের অত্যন্ত আধুনিক ও সচ্ছতা নিয়ে কাজ করা মেট্রো প্রজেক্ট'র দাগনভূঞা সেলস অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।
জেনিথ ইসলামী লাইফের সেলস ম্যানেজার মো. হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর (হেড অব মেট্রো) মোহাম্মদ জামাল উদ্দীন, নুরুল ইসলামসহ কোম্পানির বিভিন্ন স্থরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মো. জিয়া উদ্দীন আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, মেট্রো প্রজেক্ট হলো শিক্ষিত বেকারত্ব কমিয়ে আনার আতুড়ঘর।