বেঙ্গল লাইফের বীমার আওতায় অ্যাপসকোডের কর্মীরা
নিজস্ব প্রতিবেদক: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাপসকোড মধ্যে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী অ্যাপসকোডের সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে গ্রুপ বীমা ও স্বাস্থ্য বীমা সুবিধার অর্ন্তভুক্ত থাকবে। রবিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেঙ্গল ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন এবং অ্যাপসকোডের চেয়ারম্যান তুলসী দাস সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। অ্যাপসকোডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন, এইচআর এবং এডমিন বিভাগের কর্মকর্তা মো. মেহেদী হাসান ও অ্যাপসকোডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. কমল হাসান এবং এইচআর ও এডমিন এক্সিকিউটিভ মো. সাইফুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।