রেসপন্স লিমিটেড এবং গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

নিজস্ব প্রতিবেদক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও রেসপন্স লিমিটেডের সাথে সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে রেসপন্স লিমিটেডের সমস্ত কর্মকর্তা ও কর্মচারী লাইফ কাভারেজ এবং মেডিকেল সুবিধা উপভোগ করবেন।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফসিএ এবং রেসপন্স লিমিটেডের ডিরেক্টর এন্ড সিইও মিজানুর রাহমান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের হেড অফ গ্রুপ বিজনেস মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অফ সিআরএম ইফতেখার আহমেদ, এভিপি অ্যান্ড টীম লিডার এস এম মুকিত চৌধুরী, বিজনেস ডেভেলমেন্ট ম্যানেজার (কর্পোরেট সেলস) সাইদুর রসিদ তুষার ও বিজনেস রিলেশনশিপ ম্যানেজার মাঈশা ফাহমিন।

রেসপন্স লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সায়েদ মুনির হোসাইন, জেনারেল ম্যানেজার মোহাম্মাদ মনিরুজ্জামান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।