বেঙ্গল ইসলামী লাইফের জাতীয় বীমা দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি: যথাযথ মর্যাদায় জাতীয় বীমা দিবস- ২০২২ উদযাপন করেছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ বছর বীমা দিবসের মূল প্রতিবাদ্য ছিল ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’।
বীমা খাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত জাতীয় বীমা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা ও জনসাধারণের মাঝে বীমা সম্পর্কে ইতিবাচক ধারনা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী সভা, সেমিনারসহ শোভাযাত্রা আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। এছাড়াও দেশজুড়ে বেঙ্গল ইসলামী লাইফের সকল সার্ভিস পয়েন্ট অফিসে শোভাযাত্রা এবং আলোচনা সভা আয়োজন করা হয়।