বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সমঝোতা

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমা পলিসির গ্রাহকরা ক্যাশলেস সুবিধা ও সকল পলিসি গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পোষ্যগণ সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড় পাবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও একক বীমা প্রকল্প প্রধান মো. আওলাদ হোসেন, চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, গ্রুপ বীমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান (সুমন) এবং সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম আর খাঁন, ম্যানেজার (জিএসডি ও আইটি) সুদীপ অরিন্দ এবং ম্যানেজার ( হেড অব মার্কেটিং ও করপোরেট) ফারহানা আক্তার মুন্নী প্রমুখ।