ফারইষ্ট ইসলামী লাইফের ডিভিশনাল এন্ড সার্ভিস সেন্টার ইনচার্জ কনফারেন্স অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিশনাল এন্ড সার্ভিস সেন্টার ইনচার্জ কনফারেন্স-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী’র তোপখানা রোডে ফারইষ্ট টাওয়ারের রজনীগন্ধা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফারইষ্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ইব্রাহীম হোসেন খান, শেখ মামুন খালেদ-পিএইচডি, জহুরুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব মো. হেলাল মিয়া, মোহাম্মাদ আলী নওয়াজ এবং মোস্তফা জামানুল বাহার।

কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন চীফ কনসালটেন্ট মো. আলী হোসেন, সিনিয়র কনসালটেন্ট একরামুল আমিন-এফসিএ,  ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ আলমগীর কবির এফসিএ, ডিএমডি অপারেশনস সামিরা ইউনুস সহ সারাদেশ থেকে আগত ডিভিশনাল ইনচার্জ, সার্ভিস সেন্টার ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ইনচার্জগণ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসইভিপি এন্ড ইনচার্জ ইস্টার্ন রিজিওন মো. ফরিদ হোসেন, এসইভিপি এন্ড ইনচার্জ ওয়েস্টার্ন রিজিওন আবু আহমেদ, ইভিপি এন্ড ইনচার্জ রংপুর ডিভিশন মো. মাহবুবুল মাওলা রিপন, ইভিপি এন্ড ইনচার্জ নোয়াখালী ডিভিশন মো. আব্দল মান্নান, ইভিপি এন্ড ইনচার্জ কুমিল্লা ডিভিশন মওলানা মতিউর রহমান, এসভিপি এন্ড ইনচার্জ ময়মনসিংহ ডিভিশন আবুল কাশেম, ভিপি এন্ড ইনচার্জ যশোর সার্ভিস সেন্টার (একক বীমা) আব্দুল মান্নান এবং ভিপি এন্ড ইনচার্জ কেরানিহাট সার্ভিস সেন্টার (সার্বজনীন বীমা) মো. আবুল কাশেম চৌধুরী।

কনফারেন্সে কোম্পানির ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জনসহ ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারন ও প্রতিপালন বিষয়ে আলোচনা করা হয়।