নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন
নিজস্ব প্রতিবেদক: দেশের নন-লাইফ বীমা খাতের বেসরকারি প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ‘ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড- ২০২১’ অর্জন করেছে। রোববার (৮ মে) কোম্পানিটির সচিব মো. শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড ২০২১ এর তিনটি ক্যাটাগরি যথাক্রমে ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স ফর বেস্ট স্ট্যাটেজিস ফর ইন্স্যুরেন্স স্প্রিডিং’, ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স ফর মোস্ট ইফেক্টিভ এডোপশন অব টেকনোলোজি’ এবং ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স ফর স্পেশাল রিকগনিশন ফর বেস্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্যাটেজি’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সম্প্রতি ভারতের কোলকাতা শহরে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম উপস্থিত থেকে উক্ত পুরষ্কার গ্রহণ করেন।