ন্যাশনাল লাইফের উদ্যোক্তা পরিচালক হাবীব জামানের ১ম মৃত্যুবার্ষিকী আজ
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট শিল্পপতি কে এম হাবীব জামানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ২১ মে দিবাগত রাতে তিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।
এ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৌড়া গ্রামে পরিবারের উদ্যোগে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম হাবীব জামান একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা ছিলেন। তিনি তরঙ্গ বাংলাদেশ লি., তাজ চিশতী প্রপার্টিজ লি. এর চেয়ারম্যান, ক্যানাডিয়ান স্যুয়েটার্স লি. এর ম্যানেজিং ডিরেক্টর ও কর্ণফুলি ইন্স্যুরেন্স লি. এবং ফিলিপস বাংলাদেশ লি. এর সাবেক পরিচালক ছিলেন।
কে এম হাবীব জামানের প্রথম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল লাইফ পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং মহান আল্লাহ দরবারে প্রার্থনা করা হয়েছে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।