চট্টগ্রামে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রামে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। রোববার (২৯ মে) জেলার হোটেল জামানের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কোম্পানির সিনিয়র জিএম শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, সিনিয়র ডিএমডি মো. নওশের আলী নাঈম, ডিএমডি সৈয়দ সুলতান মাহমুদ, প্রকল্প পরিচালক ফরিদ উদ্দিন নিজামী, মোখলেছুর রহমান ও অরুণ চন্দ্র নাথ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।