ফারইষ্ট ইসলামী লাইফের সিলেট ডিভিশনাল অফিস ইনচার্জ সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিলেট ডিভিশনাল অফিস ইনচার্জ সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) ফুড প্যালেস পূর্ব জিন্দাবাজার সিলেটে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কোম্পানির জেএসভিপি এন্ড ইনচার্জ সিলেট ডিভিশন একক বীমা মস্তাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএ, ডিএমডি (অপারেশনস) সামিরা ইউনুস এবং এসইভিপি এন্ড ইনচার্জ ইস্টার্ন রিজিওন মো. ফরিদ হোসেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট ডিভিশনের সকল অফিস ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ গ্রহক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জনসহ ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারন ও প্রতিপালনের বিষয়ে আলোচনা করা হয়।