রাজশাহীতে ন্যাশনাল লাইফের ২ কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ
সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহীতে ২ কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। গত ৬ জুন জেলার নানকিং দরবার হলে বীমা দাবির চেক প্রদান, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভার আয়োজন করে কোম্পানিটি।
কোম্পানির রাজশাহী এরিয়া প্রধান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী ভিপি জি এম হেলাল উদ্দিন।
রাজশাহী এরিয়ার জোন প্রধানগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৪ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে মুখ্য নির্বাহী কর্মকর্তা গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধ করে থাকে। করোনার মধ্যেও ন্যাশনাল লাইফ গ্রাহকের বাড়ি গিয়ে বীমা দাবির চেক পৌঁছে দিয়েছে। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে ও ব্যবসা ভালো হচ্ছে।