গার্ডিয়ান লাইফের ৬% পলিসি বোনাস ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ৬ শতাংশ বা ৬০ টাকা পলিসি বোনাস ঘোষণা করেছে। ২০২১ সালের জন্য বোনাসযুক্ত বীমা গ্রাহকদের জন্য প্রতি ১০০০ টাকায় ৬০ টাকার পলিসি বোনাস ঘোষণা করেছে কোম্পানি।
গার্ডিয়ান লাইফ বিশ্বাস করে যে ধারাবাহিকতাই সাফল্যের মূল ভিত্তি। তাই গত ছয় বছর ধরে এই পলিসি বোনাস প্রদান করে আসছে। কোম্পানির সাফল্য এবং আর্থিক সংহতির উপর ভিত্তি করে বোনাসের হার প্রতি ১০০০ টাকায় ৫৫ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি করে ৬০ টাকা করেছে।
২০১৬ সালে পলিসি বোনাস ছিল ৫৫ টাকা। সেখান থেকে ২০১৮ সালে ৫৮ টাকা এবং ২০২১ সালে গার্ডিয়ান লাইফ ৬০ টাকা পলিসি বোনাস ঘোষণা করেছে। এই ৬ বছরে কোম্পানিটি পলিসি বোনাস ৫ টাকা বৃদ্ধি করেছে।
জীবন বীমা ক্রয় করার ক্ষেত্রে গ্রাহকদের একটা মূল লক্ষ্য থাকে তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। যেহেতু গার্ডিয়ান লাইফ ‘কাস্টমার ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী।
তাই গ্রাহকদের লক্ষ্যপূরণে সহায়তার পাশাপাশি ২০১৬ সালে প্রথম পলিসি বোনাস ঘোষণা করে এবং এরপর থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে সকল বোনাসযুক্ত বীমা গ্রাহকদের পলিসি বোনাস প্রদান করে আসছে।
রিটেইল বীমা গ্রাহক সহজেই তাদের জমা করা পলিসি বোনাসের পরিমাণ যেকোন স্থান থেকে এবং যে কোনো সময় মাই গার্ডিয়ান অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।