দিনাজপুরে জেনিথ লাইফের মৃত্যুদাবির চেক প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি: দিনাজপুরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির ৫৮হাজার ১৭৫ টাকার চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২০ জুন) দিনাজপুর সার্ভিস সেন্টারের আয়োজনে নমিনির নিকট এই মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ মকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র জিএম মুহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম আব্দুল মজিদ, জিএম আব্দুল মালেক, ডিজিএম দুলাল আসাদুজ্জামান চৌধুরী ও রশিদুল হাসান সেলিম।
উল্লেখ্য গ্রাহক সাইদুর রহমানের নামে পাঁচশত টাকার একটি মাসিক ডিপিএস ছিলো। তাতে পনেরো হাজার টাকা জমা করেছিলেন তিনি।