জয়পুরহাটে পপুলার লাইফের প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি: জয়পুরহাটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের একক বীমা প্রকল্পের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জয়পুরহাট সার্ভিস সেল কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সার্ভিস সেলের ইনচার্জ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্র্যাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের জয়পুরহাট সার্ভিস সেল ইনর্চাজ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন, সানজিদা খাতুন প্রমুখ।