আইডিআরএ’র নতুন সদস্যদের জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নবনিযুক্ত সদস্য (লাইফ) কামরুল হাসান ও সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার (৪ জুলাই) কর্তৃপক্ষের কার্যালয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে কামরুল হাসানকে ও সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ দিয়ে গত ২৩ জুন পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।