বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পপুলার লাইফের আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) পপুলার লাইফের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. সিরাজুল হায়দার এনডিসি, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট ও কর্ণেল (অবঃ) আহসান আজিজ পিএসসি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য, সিনিয়র ডিএমডি মো. নওশের আলী নাঈম ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি ও সিএফও এরশাদ আলী হিরু এবং সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা সহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।