ন্যাশনাল লাইফ ও ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস এর মধ্যে চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস এর কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.কাজিম উদ্দিন ও ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস'র মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের ডিএমডি মো. খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।