ময়মনসিংহে পপুলার লাইফের সাড়ে ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
সংবাদ বিজ্ঞপ্তি: ময়মনসিংহ অঞ্চলে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা গ্রাহকের ৪ কোটি ৫২ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি। রোববার (২৮ আগস্ট) ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
পপুলার লাইফের জিএম সাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি মো. নওশের আলী নাঈম ও মো.আবু তাহের।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মুফতি মো. দিদারুল ইসলাম ও মো. মোখলেছুর রহমান, এসজিএম মো. জাহিদুল আলম শামীম ও মো. মাহবুবুর রহমান, জিএম মো. দুলাল মিয়া, মো. রিয়াদ হোসেন সোহাগ, মো. রাশেদুল হক ও সৈয়দ মো. তারিকুল ইসলাম এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।