বেঙ্গল ইসলামী লাইফ এবং মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামী লাইফ এবং মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে গ্রুপ লাইফ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে রংপুরস্থ প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির ফলে মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামী লাইফের লাইফ এবং স্বাস্থ্য বীমা সুবিধার অর্ন্তভুক্ত থাকবে।
মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন এবং মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোস্তফা সাবের চেীধুরী ও জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।