গ্রুপ বীমা দাবির ৫ লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রুপ বীমা দাবির ৫ লাখ টাকা পরিশোধ করেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেডের জেনারেল ক্লিনার মরহুম রিদয় হাসানের মৃত্যুজনিত গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেডের পরিচালক আসগর হায়দার চেকটি গ্রহণ করেন।
এসময় জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালক মো. আবদুল জলীল ও সামছুল আলম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।