নাটোরে জেনিথ লাইফের এফএ প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি: নাটোরে জেনিথ ইসলামী লাইফের প্রকল্প ১০ এর এফএ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটি স্কুল এন্ড কলেজ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জিএম (উন্নয়ন) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন।
বিএম মিঠুন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম মো. হাসান আলী সোহেল, মো. ইয়াকুব আলী। প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প প্রধান ও সিনিয়র জিএম মো. সাইফুল ইসলাম। কর্মশালায় শতাধিক এফএ প্রশিক্ষণ গ্রহণ করেন।