লক্ষ্মীপুরে বেঙ্গল ইসলামী লাইফের সার্ভিসিং সেল উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি: লক্ষ্মীপুরে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিসিং সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে কোম্পানিটি। সম্প্রতি লক্ষ্মীপুর সার্ভিসিং সেলের উদ্বোধন উপলক্ষ্যে লক্ষ্মীপুর টাউন হলে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহব্বত উল্যাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক সিদ্দিকুর রহমান।
আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের স্মার্ট প্রকল্পের প্রকল্প প্রধান এম এ রব খাঁন, উপ-প্রকল্প প্রধান, সহকারী প্রকল্প প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।