১৮ % নগদ লভ্যাংশ দেবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

সংবাদ বিজ্ঞপ্তি: বেসরকারি লাইফ বীমা কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাদের জন্য নগদ ১৮ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। রোববার (১৮ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের রূপালী লাইফের ২২তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান এমপি’র সভাপতিত্বে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানি সচিবসহ শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নে উত্তর প্রদান করেন কোম্পানির চেয়ারম্যান।

শেয়ারহোল্ডারগণ জীবন বীমা শিল্পে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানির পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন।