গার্ডিয়ান লাইফ এবং হক এন্ড সন্স লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি হক এন্ড সন্স লিমিটেডের সাথে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অধীনে চট্টগ্রাম ভিত্তিক এই শীর্ষস্থানীয় শিপিং কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীগণ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রুপ বীমা সুরক্ষার আওতাভুক্ত হবেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইভিপি ও হেড অফ গ্রুপ বিজনেস মাহমুদ আবসার ইবনে হোসেন এবং হক এন্ড সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক চৌধুরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এসভিপি ও হেড অফ হিউমান রিসোর্স হাবিব হাসান চৌধুরী, ভিপি ও হেড অফ কর্পোরেট সেলস ফয়সাল আলিম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এসএম হাসিবুর রহমান।
হক এন্ড সন্স লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক চৌধুরী ও এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ম্যানেজার ক্যাপ্টেন শাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।