কাম টু ওয়ার্ক ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর সাথে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে সিটিডাব্লিউ এর সকল ডিপিএস গ্রাহকগণ গার্ডিয়ান লাইফের বীমার আওতায় থাকবেন ।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং কাম টু ওয়ার্ক’র নির্বাহী পরিচালক মতিউর রহমান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সিটিডাব্লিউ এর পক্ষ থেকে মো. মাহফিজুল ইসলাম, চেয়ারপারসন; মো. মমতাজুর রহমান, মাইক্রো ফিন্যান্স কো-অর্ডিনেটর; মো. মোকাররম হোসেন মানিক, অর্থ ও প্রশাসন কর্মকর্তা; কৃষ্ণ কান্ত রায়, হিসাব রক্ষক কাম প্রশাসন সহকারী; মো. জাহেনুর আলম, আইটি অফিসার উপস্থিত ছিলেন।
অন্যদিকে গার্ডিয়ান লাইফের মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আব্দুল হালিম, এসভিপি ও হেড অফ দা ডিপার্টমেন্ট; মালিক মোহাম্মাদ শাকিল, এভিপি এবং মো. জালাল উদ্দিন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।