বেঙ্গল ইসলামী লাইফের দাবি কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দাবি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দাবি কমিটির চেয়ারম্যান ও কোম্পানির ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আহমেদ আল ওয়ালী, সরওয়ার হোসেন এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং দাবি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন।

সভায় সর্বমোট ২৭ লাখ ৮০ হাজার ৭৯৫ টাকা দাবি পরিশোধের জন্য অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ১২টি মৃত্যুদাবি এবং ৪৫ টি স্বাস্থ্যবীমা দাবি।