আস্থা লাইফ ইন্স্যুরেন্স এবং কেয়ারগিভার হেলথকেয়ার লিমিটেডের মধ্যে চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স এবং কেয়ারগিভার হেলথকেয়ার লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১ লা ডিসেম্বর) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
কেয়ারগিভার হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মো. বাসিদুল ইসলাম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অবঃ), পিএইচডি নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে কেয়ারগিভার হেলথকেয়ার লিমিটেডের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, এজেন্ট ও কেয়ারগিভার (কার্ড হোল্ডারগণ) আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।