বীমা গ্রাহকের ১০ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে চার্টার্ড লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: গ্রাহকের বীমা দাবির সকল কাগজ জমা দেয়ার ২দিনের মধ্যে বীমা দাবির ১০ লাখ টাকা পরিশোধ করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি লঙ্কাবাংলা সিকিউরিটিজের একাউন্ট হোল্ডার আবুল বাসার ভূঁইয়ার মৃত্যুতে তার নমিনির নিকট এই বীমা দাবি চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজের সিইও এন্ড ডিরেক্টর খন্দকার সাফ্ফাত রেজা।

এসময় উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি মো. এমদাদ উল্লাহ, হেড অব এডিসি এস. এম সাঈদ হোসাইন এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজের হেড অব ডিজিটাল ট্রান্সফরমেশন মো. জাহাঙ্গীর হোসেন, জেনারেল ম্যানেজার এন্ড রিজিওনাল চীফ চট্টগ্রাম মো. আমির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।