মাগুরায় জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: মাগুরায় জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী প্রস্তুতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) মাগুরা সার্ভিস সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
কোম্পানির ডিজিএম (উন্নয়ন) মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সার্ভিস সেন্টারের ইনচার্জ ও সিনিয়র জিএম (উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম, জিএম (উন্নয়ন) মো. হারুনুর রশীদ, ইব্রাহিম খান টুলু ও মো. সাফিকুর রহমান। সভায় মাগুরা, ফরিদপুর ও ঝিনাইদহের প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান সকলকে ডিসেম্বর ক্লোজিং এ স্ব স্ব লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন এবং বিগত মাসে ব্যবসা সফল কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।