এস্কয়ার এক্সেসরিজ কর্মকর্তার মৃত্যুতে ২২ লাখ টাকার দাবি পরিশোধ করল বেস্ট লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: এস্কয়ার এক্সেসরিজ লিমিটেডের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের মৃত্যুতে গোষ্ঠী বীমা দাবি বাবদ ২১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
গত ২৬ ডিসেম্বর মৃত বীমা গ্রাহকের স্ত্রীর নিকট এই চেক হস্তান্তর করেন বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক পিএসসি।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলমের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. এহসানুল হাবীব, সৈয়দ বদরুল আলম ও মিসেস নাসরিন আহমেদ।