জেনিথ লাইফের কুমিল্লা ডিভিশনাল অফিসে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কুমিল্লা ডিভিশনাল অফিসে ব্যবসা পরিকল্পনা সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে কুমিল্লা শহরের একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন সিনিয়র জিএম ও কুমিল্লা ডিভিশনাল ইনচার্জ মো. আব্দুল কাদের। এ ছাড়াও কোম্পানির জিএম, ডিজিএম এজিএম সহ ২০২২ সালের সফল কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সফল কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।