হোমল্যান্ড লাইফের লাকসাম সার্ভিস সেন্টারে ব্যবসা উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাকসাম সার্ভিস সেন্টারে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল।
কোম্পানির ডেপুটি ম্যানেজার (সেলস) ও লাকসাম সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে কোম্পানির ডিএমডি মোহাম্মদ ফরিদুল আলম, কোম্পানি সচিব ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া সহ স্থানীয় বীমা কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।