প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে প্রোটেক্টিভ ইসলামী লাইফের কর্মকর্তারা মেঘনা ব্যাংকের মাধ্যমে স্মার্ট পদ্ধতিতে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক লিমিটেডের ইভিপি কাজী ফারহানা জেবিন, ইভিপি সুফিয়া আক্তার ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ডা. কিশোর বিশ্বাস, অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মেজর খালেদ সাইফুল্লাহ (অব.) সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।