কক্সবাজারে প্রাইম ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘বার্ষিক সম্মেলন-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি কক্সবাজারের জারা কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আখতার।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মো. সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এডভাইজার এটিএম হামিদুল হক চৌধুরী ও চিফ কনসালটেন্ট রহিম উদ-দৌল্লা চৌধুরী।
উর্ধ্বতন নির্বাহীগণের মধ্যে বক্তব্য রাখেন আনিছুর রহমান মিয়া, এম এ মতিন, মুহাম্মদ সলিম উল্লাহ, কাজী আবুল মনজুর, মোহাম্মদ নূর-ই-আলম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মোস্তফা জামাল, আ. আহাদ, মোহাম্মদ শাহ আলম, নাঈমুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও শাহাদত হোছাইন ছিদ্দিকী।
প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ সারাদেশ হতে আগত ৭০০ অধিক কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত পরিবেশে সফল কর্মীদেরকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ক্রেস্ট, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। র্যাফেল-ড্র এর মাধ্যমে সম্মেলন সফলভাবে শেষ হয়।