আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় শাহরিয়ার স্টিল মিলের কর্মীরা
সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড (এসএসআরএম)’র মধ্যে একটি গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ির কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর করেন শাহরিয়ার স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অব.)। এছাড়াও উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে শাহরিয়ার স্টিল মিলে কর্মরত সকল কর্মী আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।