ট্রাস্ট ইসলামী লাইফের প্রো-রাটা এলোটমেন্ট সিরোমনি অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘প্রো-রাটা এলোটমেন্ট সিরোমনি’ মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, সিএফও মো. আনোয়ার হোসেন ভুঁইয়া এবং কোম্পানি সেক্রেটারি চৌধুরী মোহাম্মদ ফরিদ উদ্দীন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ট্রাস্ট ইসলামী লাইফের ১৬ কোটি টাকা শেয়ারের বিপরীতে ১৯ গুণ বেশি ৩০৫ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকার আবেদন জমা পড়ে।