গোপালগঞ্জে মৃত্যুদাবির চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: গোপালগঞ্জে মৃত্যুদাবির চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার (২৩ মে) কোম্পানিটির হারুনর রশীদ এজেন্সি অফিসের বীমা গ্রাহক মরহুম মো. শামীম শরীফের মৃত্যুতে এই বীমা দাবি পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে বীমা গ্রাহকের স্ত্রী ও পলিসির নমিনি সাবিনা ইয়াসমিনের নিকট মৃত্যুদাবির ৯০ হাজার ১০৫ টাকার চেক তুলে দেন জেনিথ ইসলামী লাাইফের সিনিয়র জিএম (উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অন্তর্গত পারুলিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাজাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুল আলম, জিএম (উন্নয়ন) মো. হারুনুর রশীদ, দিলীপ রায় হোমিও মেডিকেল কলেজের প্রভাষক ডা. মো. শাহীন মোল্লা।
উল্লেখ্য, মরহুম আনোয়ার হোসেন বীমার কিস্তি বাবদ ১৬ হাজার ৫শ' টাকা প্রিমিয়াম প্রদান করে মৃত্যুবরণ করেন।