আইডিআরএ’র সদস্য দলিল উদ্দিনকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (আইন) হিসেবে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য নিয়োগ পাওয়ায় মো. দলিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
বৃহস্পতিবার (১ জুন) সকালে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন বীমা কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম কামাল চৌধুরী এবং রিইন্স্যুরেন্স বিভাগের প্রধান দিপক কুমার দাস।