টাঙ্গাইলে সন্ধানী লাইফের গ্রুপ বীমার মৃত্যুদাবির চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস ও অফিস এটেনডেন্ট মো. ছালাউদ্দিনের মৃত্যুতে গ্রুপ বীমা দাবি বাবদ ১২ লাখ টাকার চেক প্রদান করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামের নিকট চেক হস্তান্তর করেন সন্ধানী লাইফের উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ও চেয়ারম্যান মজিবুল ইসলাম।

এছাড়াও চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক শাফাফ রহমান সাদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, ডিএমডি ও সিএফও মো. রফিক আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।