জেনিথ লাইফের বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে সাভারে দু’দিনব্যাপী ওয়ার্কশপ
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সংগঠন-২ এর বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে দু’দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ও ১৭ জুলাই (রোববার ও সোমবার) সাভারের মধুমতি মডেল টাউনে ‘লেক ভিউ রিসোর্টে’ এ কর্মসূচী আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম নুরুজ্জামান। সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র জিএম সৈয়দ মাসকুরুল হক। ১ম দিন প্রশিক্ষন প্রদান করেন কোম্পানির প্রশিক্ষক ও ভাইস-প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন মানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জিএম সৈয়দ মাহমুদুল হক আক্কাস, মোহাম্মদ আলাউদ্দিন, মো. মনির হোসেন, এএফ উবাইদুল্লাহ মামুন, মো. আশরাফুল ইসলাম এবং মোহাম্মদ বোরহান উদ্দিন। এ ছাড়াও ডিজিএম, এজিএম’সহ প্রায় ৭৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।